৫৬৫ কোটির কোম্পানি বানালেন আইআইটির শিক্ষার্থীরা

সংগৃহীত

মাত্র চার বছর গবাদি পশু কেনা-বেচা করার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেন আইআইটি দিল্লির চার শিক্ষার্থী। ‘অ্যানিমাল’ নামের ওই প্ল্যাটফর্মের মাধ্যমে অনন্য নজির সৃষ্টি করেছেন ওই চার মেধাবী উদ্যোক্তা। খবর হিন্দুস্তান টাইমসের।

২০২০-২১ সালে এই প্ল্যাটফর্মের মোট রেভেনিউ তথা আয় ছিল ৫ লক্ষ টাকা। আর ২০২১-২২ অর্থবছরের মধ্যেই সেটা বেড়ে ৭.৪ কোটি টাকা হয়ে যায়। ভারতের উদ্যোক্তা বিষয়ক সংবাদমাধ্যম স্টার্টআপ পিডিয়ার এক রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে।

লিঙ্কডইন পোস্ট অনুসারে, বেঙ্গালুরুতে এই স্টার্টআপটি প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। আইআইটি দিল্লির চার শিক্ষার্থী এর প্রতিষ্ঠা করেন। তারা হলেন অনুরাগ বিসয়, কীর্তি জাংরা, লিবিন ভি বাবু ও নীতু ওয়াই। 

উদ্যোক্তাদের মূল লক্ষ্য ছিল গবাদি পশু পালনকারীদের পাশাপাশি গরু ব্যবসার সঙ্গে জড়িত ভারতীয়দের জীবনকে আরও উন্নত করে তোলা। গবাদি পশুর ব্যবসা ও দুগ্ধ খামারকে আরও লাভজনক জায়গা তৈরি করার লক্ষ্যে এই প্ল্যাটফর্মটি তৈরি করেন তারা।

অ্যাপের মাধ্যমে বিনামূল্যে বাড়িতে বসেই পশু বিক্রির বিজ্ঞাপন দেয়া যায়। পশু বিক্রি ছাড়াও পশু মালিকরা বা খামারিরা রেফারেল লিঙ্ক শেয়ার করেও অর্থ উপার্জন করতে পারেন।

অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরের একটি জনপ্রিয় অ্যাপ। এর মাধ্যমে পশু কোথায় বিক্রি হচ্ছে তা জানা যায়। পশু বিক্রি করতে চাইলে পশু সংক্রান্ত বিস্তারিত ওয়েবসাইটে আপলোড করতে হয়। এভাবে পশু বিক্রির পাশাপাশি কেনাও যায়। 




আপনার মূল্যবান মতামত দিন:


Top