infomorningtimes@gmail.com রবিবার, ২৫শে জানুয়ারী ২০২৬, ১১ই মাঘ ১৪৩২

সালাহর জোড়া গোলে লিভারপুলের জয়

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২২ অক্টোবার ২০২৩, ২১:১৮

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ শুরু পর সবশেষ দুই ম্যাচে কিছুটা অফ-ট্র্যাকে চলে যায় লিভারপুল। টানা চার ম্যাচ জয়ের টটেনহামের বিপক্ষে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে হারের মুখে দেখে অল রেডরা। পরের ম্যাচে ব্রাইটনের বিপক্ষে। সেখান থেকে জয়ের ধারায় ফিরতে মরিয়া ছিল দলটি। অল রেডদের সেটিই এনে দিলেন মোহাম্মেদ সালাহ। তার জোড়া গোলে এভারটনকে ২-০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল।

শনিবার এনফিল্ডে শুরুতেই এগিয়ে যেতে পারত এভারটন। তবে ইংলিশ ফরোয়ার্ড ডমিনিক ক্যালভার্ট লুইনের হেড ফিরিয়ে দেন লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার। ম্যাচের ৩৭তম মিনিটে সফরকারী দলের ডিফেন্ডার অ্যাশলে ইয়াং লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের বাকিটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় তাদের।

প্রথমার্ধে একের পর আক্রমণ চালিয়েও জালের ঠিকানা খুঁজে পায়নি ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। তবে বিরতির পর আক্রমণের জোর দেয় দলটি। ৭৫তম মিনিটে পেনাল্টিতে থেকে গোল করে দলকে এগিয়ে নেন সালাহ। এই গোলের মধ্যে দিয়ে ক্যারিয়ারে ২০০তম লিগ গোলের মাইলফলক স্পর্শ করেন মিশরের এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ডারউইন নুনেসের পাস থেকে আরও একটি গোল করে ব্যবধান দিগুণ করেন সালাহ।

এই জয়ে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে লিভারপুল।

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর