[email protected] বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে ১২ গোল দিলো ভারত

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২ অক্টোবার ২০২৩, ১৯:২৬

ছবি: সংগৃহীত

সেমিফাইনালের স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ হকি দল। কিন্তু সেই স্বপ্নপূরণের মিশনে পথ হারালেন আশরাফুল ইসলামরা।

এবারের এশিয়াডের শুরুটা হয় টানা দুই ম্যাচে হারে। শেষটাতেও একই গল্প। ফেভারিট ভারতের বিপক্ষে সোমবার রীতিমতো অসহায় বাংলাদেশ দল। হারল ০-১২ গোলে। এশিয়াডে ৪১ বছর পর ভারতের বিপক্ষে এত বেশি গোল হজম করল বাংলাদেশ। এর আগে ১৯৮২ দিল্লি এশিয়াডেও এই ভারতের কাছে একই ব্যবধানে হারে বাংলাদেশ।


সোমবার খেলার দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে হারমানপ্রিত সিং এগিয়ে দেন ভারতকে। এর ২ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৩২ মিনিটে হ্যাটট্রিক করেন হারমানপ্রিত। হ্যাটট্রিক করেছেন মানদ্বীপ সিংও। দুই গোল অভিষেকের, একটি করে ললিত কুমার, অমিত রুইদাস, নীলকান্ত শর্মা ও গুরজন্ত সিংয়ের।


এবারের এশিয়াডে ২৯ গোল হজম করলো বাংলাদেশ। যদিও প্রতিপক্ষকে দিয়েছে ১৫ গোল।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর