শেখ হাসিনাকে হত‍্যার হুমকি

সংগৃহীত

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

স্থানীয় সময় রোববার বেলা ১২ টায় এক প্রতিবাদ সভার আয়োজন করে টরেন্টোতে বসবাসরত আওয়ামী লীগ নেতারা। এসময় রাজশাহী জেলা বিএনপির নেতা আবু সাইদ চাঁদকে গ্রেফতার ও দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

বক্তারা বলেন, কাদের নির্দেশে এ ধরনের ধৃষ্টতামূলক বক্তব্য দিয়েছেন, তাদেরকেও খুঁজে বের করে আইনের আনার জন‍্য জোর দাবি জানাচ্ছি।

প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন- সাবেক ভিপি বাকসু ও অন্টারিও আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল করিম, সাধারণ সম্পাদক লিটন মাসুদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুশফাকুর রহমান আকন্দ, নির্বাহী সদস‍্য ইঞ্জিনিয়ার আনোয়ার আলম কামাল, এস বি আব্দুল হামিদ, কানাডা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হাসান, দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক করিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের তাজুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. হুমায়ূন কবির, সহসভাপতি এ এম তোহা প্রমুখ।

বক্তারা আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালকে বিষয়টি অতি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানাচ্ছি। নেত্রীকে নিয়ে কোন প্রকার নেগেটিভ বক্তব্য প্রবাসী সৈনিকরা মেনে নিবে না। এসময় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।




আপনার মূল্যবান মতামত দিন:


Top