infomorningtimes@gmail.com মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬, ৭ই মাঘ ১৪৩২

পাকিস্তানে সামরিক গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৯ সেনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
১ সেপ্টেম্বার ২০২৩, ১৯:২৭

সংগৃহীত ছবি

পাকিস্তানে সামরিক গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় এ ঘটনা ঘটে। খবর ডনের।

ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মোটরসাইকেলে করে সামরিক গারিবহরের সামনে এসে বিস্ফোরণ ঘটায় ওই হামলাকারী। এদিকে হামলার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে বলে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে।

প্রাদেশিক মন্ত্রী ফিরোজ জামাল শাহ বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘আত্মঘাতী বোমা হামলাকারী মোটরসাইকেল আরোহী ছিল এবং সে তার বাইকটি একটি সামরিক বহরের মধ্যে থাকা ট্রাকের সাথে ধাক্কা দেয়।’

বৃহস্পতিবারের এই হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি।

গত মাসে উত্তর-পশ্চিমাঞ্চলে একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ভয়াবহ সেই হামলায় ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর