infomorningtimes@gmail.com মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬, ৭ই মাঘ ১৪৩২

‘ওএমজি ২’ সিনেমায় পারিশ্রমিক নেননি অক্ষয়!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৩, ০১:৫১

ফাইল ছবি

গত ১১ অগস্ট সানি দেওলের ‘গদর ২’ সিনেমার সঙ্গে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘ওএমজি ২’। দুইয়ের টক্করে খানিকটা পিছিয়ে পড়লেও প্রায় ১০০ কোটি ছুঁয়েছে ছবিটি। নতুন খবর হল ছবিটির জন্য নাকি এক পয়সাও পারিশ্রমিক নেননি বলিউড খিলাড়ি।

পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রযোজক অজিত আঁধারে জানিয়েছেন, অক্ষয় বরাবর অর্থনৈতিক এবং ক্রিয়েটিভভাবে এই ধরনের সাহসী ছবি নির্মাণের ক্ষেত্রে পাশে থাকেন। তাই তিনি এবারেও কোনও টাকা নেননি এই ছবির জন্য।

অজিতের কথায়, অক্ষয়ের সঙ্গে আমার বারবার স্ক্রিপ্ট নিয়ে কথা হয়েছে। যদিও সেটা এমনই কিন্তু আমরা দুজনেই এমন কিছু করতে চেয়েছিলাম যার অর্থ আছে। আর তাকে ছাড়া এই রিস্ক নেওয়াই যেত না। তিনি এই ছবির সঙ্গে অর্থনৈতিক এবং ক্রিয়েটিভ দুই ভাবেই যুক্ত ছিলেন।

‘ওএমজি ২’ ছবিটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য গতকাল অক্ষয় কুমার সমস্ত দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি ‘গদর ২’ ছবিকেও অনেক শুভেচ্ছা জানিয়েছেন সাফল্যের জন্য।

অভিনেতা তার পোস্টে লেখেন, দর্শকদের অনেক ধন্যবাদ ওহ মাই গদরকে ভালোবাসা দেওয়ার জন্যই এবং অবশ্যই ভারতীয় ছবির ইতিহাসে অন্যতম সেরা সপ্তাহ দেওয়ার জন্য।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর