infomorningtimes@gmail.com শনিবার, ২৪শে জানুয়ারী ২০২৬, ১০ই মাঘ ১৪৩২

ভক্তের মৃত্যুতে মর্মাহত সুইফট, পেছালো কনসার্ট

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ নভেম্বার ২০২৩, ২০:৪২

ফাইল ছবি

পশ্চিমা পপ তারকা টেইলর সুইফটের কনসার্টে গান শুনতে এসে ২৩ বছর বয়সী এক ভক্তের আচমকা মৃত্যু হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন তিনি। হৃদযন্ত্রে জটিলতার কারণে এই ভক্তের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

সেই ঘটনার প্রেক্ষিতে ব্রাজিলের শো পিছিয়েছেন সুইফট। উচ্চ তাপমাত্রার কারণেই শো পেছাতে হয়েছে। শুক্রবারের শোয়ের ঠিক পূর্বেই অ্যানা ক্লারা বেনেভিডস্ নামক সেই ভক্তের মৃত্যু হয়। তাই শনিবার রিও-র এস্টাডিও অলিম্পিকো নিল্টন স্যান্টোসতে হওয়া শো পিছিয়ে দেন তিনি।

৩৩ বছর বয়সী এই তারকার কথাায় স্পষ্টই বোঝা যায়, ভক্ত এবং কনসার্টে আগমনকারীদের নিয়ে তিনি চিন্তিত। একটি বার্তায় তিনি বলেন, ‘আমি স্টেডিয়ামের গ্রিনরুম থেকে বলছি। রিও-র উচ্চ তাপমাত্রার কারণে আজকে রাতের শো পেছানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। অনুষ্ঠান সংশ্লিষ্ট, শিল্পী এবং ভক্তদের জন্যই এই সিদ্ধান্ত। সকলের নিরাপত্তা নিশ্চিত করা আমার কাছে অধিক গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস হচ্ছে না এই কথাগুলো আমাকে জানাতে হচ্ছে। শোয়ের কিছুক্ষণ আগে আমি আমার এক ভক্তকে হারিয়েছি। খুবই দুঃখের বিষয় যে সে অত্যাধিক সুন্দরী এবং কমবয়সী একজন নারী ছিলেন। অমি বলে বোঝাতে পারবো না, এই ঘটনা আমার হৃদয়কে কতটা প্রভাবিত করেছে।’

এই ঘটনার বর্ণনা করতে গিয়ে তিনি মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে যান। তিনি বলেন, ‘স্টেজে গিয়ে এই ব্যাপারে মন্তব্য করা আমার পক্ষে অসম্ভব। কারণ, এই ব্যাপারে কথা বলতে গেলেই আমার হৃদয় দুঃখ ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। তার বন্ধু এবং পরিবারের সাথে অমিও তার শূণ্যতা অনুভব করছি।’

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর