[email protected] শনিবার, ২৭শে জুলাই ২০২৪, ১২ই শ্রাবণ ১৪৩১

স্বামীর চিকিৎসার যাত্রা পথে স্ত্রীর মৃত্যু

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
৯ জুন ২০২৪, ২২:১৮

ছবি : সংগৃহীত

দেড় মাস আগে স্বামী রবিউল ইসলাম মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে আসেন রবিউল। ১৪ দিন পর আবার ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা মঘিত ঢাল জাগলা এলাকায় তাদের বহনকারী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় মিনুয়ারা বেগম (৪০) নামের গৃহবধূর মৃত্যু হয়েছে। স্বামীকে চিকিৎসা করাতে গিয়ে নিজেই নিহত হলেন মিনুয়ার বেগম।

নিহত মিনুয়ার বেগম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা গৌরিনাথপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। এ সময় আহত হন অনন্ত আরো ৭জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ সদর হাসপাতালে নিয়ে আসে। রবিবার ৯ জুন ভোর রাত সাড়ে ৪টার দিকে মাগুরা সদর উপজেলা মঘি ইউনিয়ন জাগলা ফিলিং স্টেশন এর সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের দেবর সুজন শিকদার বলেন, ভাই রবিউল ইসলাম ও স্ত্রী মিনুয়ারা বেগমসহ পরিবারের কয়েকজন মিলে ভাইকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা করাতে যাওয়ার পথিমধ্যে মাগুরা জাগলা এলাকায় আসলে তাদের বহনকারী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে এতে ঘটনা স্থলেই ভাইয়ের বৌ নিহত হন। আহত হন অন্যরা, পরে তাদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ গৌতম চন্দ্র শিকদার বলেন, রবিবার ভোর রাতে ঢাকা খুলনা মহাসড়কের জাগলা এলাকায় রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে এতে ঘটনা স্তলেই এক নারীর মৃত্যু হয়। আহত অবস্থায় কয়েক জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সটিকে জব্দ করার পাশাপাশি আইন অনুযায়ী মামলার প্রস্তুতি চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর