[email protected] রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

হিট স্ট্রোকে প্রাণ গেল ট্রাফিক ইন্সপেক্টরের

মর্নিং টাইমস

প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২৪, ১৫:৪৫

ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরে দায়িত্ব পালনকালে রুহুল আমিন নামে এক ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু হয়েছে। রুহুল আমিন যশোরের বেনাপোল পৌরসভার শার্শার কোরবান আলীর ছেলে।

বৃহস্পতিবার শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের মধ্যে ট্রাক পরিদর্শন শেষে দুপুর পৌনে ১টার নিজ অফিস কক্ষে ফিরে অসুস্থ হয়ে পড়েন রুহুল আমিন। এ সময় তাকে তার সহকর্মীরা দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন এসএম মাহমুদুর রশিদ জানান, ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে যারা নিয়ে এসেছিলেন তারা বলেছেন তিনি তৃষার্ত ছিলেন, পানি খেতে চেয়েছিলেন। তবে তার মৃত্যু যে হিটস্টোকে হয়েছে এটা নিশ্চিত করে এখনই বলা যাবে না। তবে এখন যেহেতু প্রচণ্ড গরম চলছে তাই এটার প্রভাব থাকতেও পারে। সেই সঙ্গে তার পূর্বের অন্য কোনো রোগের ইতিহাসও আমাদের জানা নাই। তাই হিটস্টোকে মৃত্যু এ সিদ্ধান্ত এখনই বলা যাবে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর