infomorningtimes@gmail.com মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬, ৭ই মাঘ ১৪৩২

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ২ ভারতীয় নিহত

সাতক্ষীরা

প্রকাশিত:
২৫ নভেম্বার ২০২৩, ১২:২১

ফাইল ছবি

সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছের। গুরুতর আহত হয়েছে আরও একজন। শনিবার (২৫ নভেম্বর) সকালে সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই ভারতীয় নাগরিক হলেন- ছবি বিশ্বাস ও অসীম কুমার। তারা ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। এ ছাড়া সজীব নামে প্রাইভেটকারেট চালক আহত হয়েছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বিষযটি নিশ্চিত করে বলেন, সকালে খুলনা থেকে প্রাইভেটকারে করে সাতক্ষীরায় যাওয়ার সময় বিজিবি ক্যাম্পের সামনে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই দুজন নিহত হয়। আহত অপর একজনকে আশংকাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, নিহত ওই দুই ভারতীয় নাগরিক রেলপথ মন্ত্রণালয়ে চাকরি করতেন।

তাদের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর