infomorningtimes@gmail.com শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫, ২১শে অগ্রহায়ণ ১৪৩২

নওগাঁয় ধানক্ষেতে মিলল অজ্ঞাত মরদেহ

নওগাঁ

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৩, ০১:০৫

ফাইল ছবি

নওগাঁর মান্দায় অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ আগস্ট) সকালে উপজেলার পাকুড়িয়া বধ্যভূমির পাশে মাঠের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, সকালে মাঠে কাজ করতে গিয়ে ধানখেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন শ্রমিকরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। নিহতের গায়ে হাফ চেক শার্ট ও চেক লুঙ্গি ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর