infomorningtimes@gmail.com মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬, ৭ই মাঘ ১৪৩২

পাকিস্তানসহ সবার সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করতে চায় বিএনপি

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৪, ১৫:৫৪

ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার সার্বিক উন্নয়নে পাকিস্তানসহ সবার সঙ্গে সুসম্পর্ক রেখেই কাজ করতে চায় বিএনপি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে কথা এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৩ আগস্ট) প্রায় পৌনে এক ঘণ্টার বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ অংশ নেন।

দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, কাউকে বিশেষ সুবিধা না দিয়ে লেভেলপ্লেয়িং ফিল্ড তৈরি করে পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য ও আঞ্চলিক সম্পর্ক এগিয়ে নিতে চান তারা। পরিবর্তিত পেক্ষাপটে বৈঠকটি গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা।

বিভি/এজেড


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর