infomorningtimes@gmail.com মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬, ৭ই মাঘ ১৪৩২

৬০ হাজার টন সার কিনবে সরকার

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
৩১ জুলাই ২০২৪, ১৯:০৪

ছবি : সংগৃহীত

রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে বিদেশি ও দেশীয় প্রতিষ্ঠান থেকে ৬০ হাজার টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৩১) দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

চলতি অর্থবছরের জন্য এসব স্যার সংযুক্ত আরব আমিরাত ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে কেনা হবে। এরমধ্যে আমিরাত থেকে ৩০ হাজার টন এবং কাফকো থেকে ৩০ হাজার টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার।

আরব আমিরাত থেকে আনতে যাওয়া সারের দাম ১২১ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৮০০ টাকা এবং কাফকো থেকে আনতে যাওয়া নির্ধারণ করা হয়েছে ১১৬ কোটি ৯৯ লাখ ৭০ হাজার টাকা।

এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় হবে ২৫৯ কোটি ৬০ লাখ টাকা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর