[email protected] সোমবার, ২০শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

যেসব বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১ মে ২০২৪, ১৬:৩০

ছবি : সংগৃহীত

খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে ৪৮ ঘন্টার তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৩০ এপ্রিল) তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের জারি করা দেশব্যাপী তিন দিনের হিট অ্যালার্ট শেষ হয়েছে। এদিনই নতুন করে কয়েকটি বিভাগে আরও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করে সংস্থাটি।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ চলমান তাপ প্রবাহ খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে ৪৮ ঘন্টা অব্যাহত থাকতে পারে। এই সময়ে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর