[email protected] রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

ফের ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
৪ ডিসেম্বার ২০২৩, ১৬:২০

ফাইল ছবি

বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি।

বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশব্যাপী এ কর্মসূচি পালন করবে তারা। ২৮ অক্টোবর মহাসমাবেশের পর এ নিয়ে দশম দফায় অবরোধের ডাক দিল দলটি।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ কর্মসূচিতে দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ ও রাজপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের কথা বলা হয়। তবে সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ঔষধ পরিবহণ এ অবরোধের আওতামুক্ত রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরদিন ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এরপর বিভিন্ন মেয়াদে নয়বার অবরোধের ডাক দেয় দলটি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর