infomorningtimes@gmail.com মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬, ৭ই মাঘ ১৪৩২

কাল থেকে শুরু নৌকার মনোনয়ন ফরম বিক্রি

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
১৬ নভেম্বার ২০২৩, ১৯:৩৬

ফাইল ছবি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম শুক্রবার থেকে বিক্রি শুরু করবে আওয়ামী লীগ। এদিন বিকেল ৩টায় দলটির সভাপতি শেখ হাসিনা ভার্চুয়ালি মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, শুক্রবার বিকেল ৩টায় তেজগাঁও কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক হবে। এতে দলের সভাপতি শেখ হাসিনা অংশ নেবেন। তিনি ভার্চুয়ালি মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করবেন। শনিবার থেকে সবাই মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

তিনি আরও বলেন, ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ২য় ও ৩য় তলায় মনোনয়ন ফর্মের বুথ থাকবে। সেখান থেকেই প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

এর আগে, বুধবার (১৫ নভেম্বর) আগামী ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণের দিন রেখে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর