infomorningtimes@gmail.com শনিবার, ২৪শে জানুয়ারী ২০২৬, ১১ই মাঘ ১৪৩২

পুলিশ পরিচয়ে তিতুমীরের দুই ছাত্রদল নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
৭ নভেম্বার ২০২৩, ১৯:৫১

ছবি: সংগৃহীত

গোয়েন্দা পুলিশের পরিচয়ে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রফিক এবং যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার মঙ্গলবার এমন অভিযোগ করে বলেন, সোমবার সন্ধ্যার কিছু আগে এই দুই ছাত্রদল নেতা বাসা থেকে বের হন। সন্ধ্যার আগে বা পরে কোনো এক সময়ে রাজধানীর অজ্ঞাত স্থান থেকে তাদের দুজনকেই তুলে নেয় পুলিশ। পরে রাত আনুমানিক ১১টার দিকে মিরপুর ১২ নম্বরের ২ নম্বর অ্যাভিনিউয়ের সি ব্লকের ৬ নম্বর বাসায় নিয়ে যায় তাদের একজনকে। পরে রাত প্রায় ৪টার দিকে তাদের দুজনকে মিরপুর ১২ নম্বরের ওই নিয়ে যাওয়া হয়।

দিদার বলেন, ওই বাসায় নেওয়ার পর গত ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশে যেতে যে পোশাক তারা পরিধান করেছে সেগুলো এবং সেদিন পরিহিত তাদের দুজনের জুতা সংগ্রহ করে, সেই সঙ্গে তাদের পাসপোর্ট, সার্টিফিকেটসহ সকল গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে যায়। এ সময় বাসায় থাকা অপর ব্যক্তি (ওদের মেস মেট) তাদের কোথায় নিয়ে যাচ্ছেন জানতে চাইলে কোনো সদুত্তর দেয়নি পুলিশ।

 

বাংলা গেজেট/এমএএইচ

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর