infomorningtimes@gmail.com মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬, ৭ই মাঘ ১৪৩২

বেতন বৃদ্ধির দাবিতে আজও মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
১ নভেম্বার ২০২৩, ১৫:১২

ছবি: সংগৃহীত

বেতন ভাতা বৃদ্ধি ও গতকাল (মঙ্গলবার) শ্রমিকদের ওপর হামলার বিচারের দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা।

বুধবার (১ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর এলাকায় পোশাক শ্রমিকেরা আন্দোলন শুরু করেন।

সকাল থেকেই পল্লবী পূরবী সিনেমা হলের সামনে পোশাক শ্রমিকেরা জড়ো হতে শুরু করেন। এরপর আটটার দিকে মিরপুর ১০ নম্বরের দিকে জড়ো হয়ে সড়ক অবরোধ করে। সেখান থেকে মিছিল করে শ্রমিকরা মিরপুর ১৩ নম্বর ও কচুক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে। পরে এসব জায়গা থেকে সরে এসে মিরপুর ১০ নম্বর ও পূরবী সিনেমা হলের সামনে আন্দোলনরত শ্রমিকরা অবস্থান করছে।

একটি গণমাধ্যমকে পোশাক শ্রমিক মো. সোহেল বলেন, শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গত কয়েকদিন ধরে গাজীপুরে বিক্ষোভ চলছিল। সেখানে পুলিশের গুলিতে এক শ্রমিক নিহত হন। তার জেরে গতকাল যারা মিরপুর এলাকায় বিক্ষোভ করেছিলেন, সেখানেও পুলিশ তাদের ওপর হামলা চালায়। তারই প্রতিবাদ আজও তারা লাঠিসোঁটা নিয়ে সড়ক অবস্থান নেন। শান্তিুপূর্নভাবে তারা রাস্তায় অবস্থান করে রাস্তা অবরোধ করে রেখেছে। সূত্র: ইত্তেফাক

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর