infomorningtimes@gmail.com শনিবার, ২৪শে জানুয়ারী ২০২৬, ১১ই মাঘ ১৪৩২

৫ দিন আগেই সমাবেশে আসেন ৮০ বছরের বৃদ্ধ

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
২৮ অক্টোবার ২০২৩, ১৫:৪৭

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার বাসিন্দা শহিদুল ইসলাম। বয়স ৮০। তবে বিএনপির প্রতি ভালোবাসায় ৫ দিন আগেই মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় এসেছেন তিনি। ৫ দিন নির্ঘুম রাত কাটিয়ে না খেয়েই শনিবার সকালে সমাবেশস্থলে এসেছেন তিনি।

শনিবার (২৮ অক্টোবর) সকালে সমাবেশস্থলে কথা হয় ৮০ বছরের বৃদ্ধ শহিদুল ইসলামের।

বার্তা২৪.কমকে তিনি জানান, প্রথমে হেঁটেই আসার পরিকল্পনা ছিল বৃদ্ধ শহিদুলের। পরে ট্রেনে করে ফ্রিতে ঢাকায় আসেন তিনি। খাওয়ার জন্য পকেটে ছিল মাত্র ২০০ টাকা। প্রথম দুইদিন কলা রুটি খেয়ে কাটিয়েছেন তিনি। বাকি দুইদিন কোনো রকম না খেয়েই টিকে আছেন বিএনপি পাগল এই বৃদ্ধ।

স্থানীয় নেতা কর্মীদের খোঁজ করছেন শহিদুল ইসলাম। দেখা পেলে এক বেলা ভাত খাওয়ার ইচ্ছা তার।

শহিদুক ইসলাম বার্তা২৪.কমকে বলেন, আমিরা অতিষ্ঠ এই সরকারের কাজে৷ মনে দুঃখ আর রাগে চলে এসেছি সমাবেশে। সব কিছুর দাম বেশি। আমার এলাকার ছেলেদের পুলিশ নিয়ে যায়। এগুলো আর ভালো লাগে না। বিএনপি ক্ষমতায় আসলে আমরা শান্তি পাব।

তিনি আরও বলেন, ২০০ টাকা নিয়ে ঢাকায় এসেছি৷ দুই দিনে শেষ হইছে। তাও কষ্ট করে আছি। যাওয়ার সময় ট্রেনে চড়ে যাবো৷ নেতা কর্মীদের দেখা পেলে তাদের সাথে যাবো।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর